রাজস্ব বা ট্যাক্স আদায়কারী সম্পর্কীয় স্বপ্ন দেখলে বুঝতে হবে, সেই লোকটি মহান আল্লাহকে ভয় করেনা। মানুষের প্রতিও তার কোন দয়া মায়া নেই।
হাযরাতে ইবনে সীরিন রহঃ- বলেন , যদি কেউ স্বপ্নে ট্যাক্স নিতে দেখে, তবে তার দ্বারা মানুষের ক্ষতি হবে। আর যদি ট্যাক্স লওয়া হতে বিরত থাকতে দেখে , তবে সে মহান আল্লাহর নিকট তাওবাতুন - নাসুহা বা খাঁটি তওবা করবে।
একজন শাসক বা বিচারক ব্যাক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন , নবীয়ে কারীম সাল্লা্ল্লাহু আলাইহি ওয়া সা্ল্লাম কে তিনি যেন নিজের জায়নামাজ দিয়ে নবীজিকে ঢেকে দিচ্ছেন। ঘুম ভাঙ্গার পর ভাবলেন ভালোই তো , মনে হয় তাবির ভালো, এই ভেবে তিনি সকালে খুশি খুশি একজন মুআব্বেরের নিকট যেয়ে স্বপ্নের ঘটনা বর্ণনা করলেন। তখন তাবির বলা হলো, তুমি সত্যকে ঢেকে দিচ্ছো। পরে শহরের প্রধান বিচারক উক্ত স্বপ্ন ও তার ব্যাখ্যা শুনে কাজীর পদ হতে তাকে বরখাস্ত করলেন।
No comments