স্বপ্নে বাঘ মেরে ফেলতে দেখা বা জবাই করতে দেখার তাবীর অনেক ভালো হয়ে থাকে। বাঘের অর্থ হলো প্রতাপশালী ও সম্পদশালী শত্রু। যা অনেক শান সওকত ও নিয়ামত প্রাপ্ত উচ্চ মানের শত্রুকে বুঝায়।
- যদি শের বা বাঘকে স্বপ্নে দেখা যায়, তার ব্যাখ্যা হলো, কোন এক শত্রুর পরাজয় হবে। সেই শত্রুটি কোন মোকাবেলাই করতে পারবেনা।
- যদি শের বা বাঘ আপনার আদেশ পালন করে দেখেন, তবে তার তাবীর হলো আপনি বা আপনার ছেলে সরকারি কর্মকর্তা হবেন। হতে পারে সেনা কর্মকর্তা বা প্রশাসনিক বড় কর্তা হবেন।
- যদি আপনি শের বা বাঘ দেখে পলায়ন করেন, তা হলেও ভালো তাবির হবে। তার ব্যাখ্যা হলো, আপনার একটি বড় প্রচেষ্টা সফল হতে চলেছে, এতটি বড় আকাক্ষা পূর্ণ হতে যাচ্ছে।
- যদি কেউ বাঘের বা শেরের গোশত বা মাংস খেতে দেখে, তাহলে তার তাবীর হলো সে সরকারি সম্পদ বা সম্পত্তি পাবে।
- যদি আপনি বাঘের ঘার হতে জবাই করে থাকেন, তাহলে এর অর্থ হলো আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। ঘার হলো ব্যবহার এর প্রতিক। হওতো আপনার এই শত্রুটির ব্যবহার আপনার কাছে খুবই খারাপ লাগতো। এই বিজয় আপনাকে সমাজে প্রভাব বিস্তার করতে সহায়তা করবে। তাই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানান ও একবার আয়াতুল কুরসি পড়ে নিন। কারণ আপনার জীবনে যা-ই পাবেন তা মূলত আল্লাহ সোবহানা তাআলার ইচ্ছার প্রতিফলন।
No comments