স্বপ্নে মাথায় তেল ব্যবহার করতে দেখার তাবির কি? || Shopne Mathay Tel Use
স্বপ্নে মাথায় তেল ব্যবহার করতে দেখলে কি হবে? (Shpner Tabir in Bangla) এই স্বপ্নের তাবির অনেক ভাবে বর্ণিত পাওয়া গেছে। কারো জন্য ভালো আবার কারো জন্য বিপদ বুঝায়। যেমন: তেল দেখা বিপদের লক্ষণ এবং মাথায় তেল দিতে দেখা মহাবিপদের লক্ষণ বুঝায়। তেল ব্যবহাসায়ী বা ব্যবহার কারী বলতে কোর্টের উকিলদের বুঝানো হয়। যেমন কোন বালক যদি সারা শরীরে তেল মেখে রোদে বসে থাকতে দেখে, তাহলে সে বড় হয়ে উকিল বা ব্যারিষ্টার হবে।
তেল পড়তে দেখা ভালো লক্ষণ এবং তেল কালো রংয়ের দেখা বিদেশ গমনের লক্ষণ বুঝায়। জয়তুনের তেল দেখা সুখ, শান্তি ও বরকতের লক্ষণ বুঝায়। স্বপ্নে মাথায়, দাড়িতে ও শরীরে তেল লাগানো দেখলে এবং ঠিক জাযগার বাইরে না গেলে তা সততা ও সম্মানের নমুনা বলে বিবেচিত হবে। আর তা সীমা অতিক্রম করলে বা গড়িয়ে গেলে তা হবে শোকের কারণ। আর সে তেল সুগন্ধি হলে তা হবে সম্মানের সাথে আরো বেশি প্রাপ্তির লক্ষণ। স্বপ্নে তেল মালিশ করতে দেখলে আর তা স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশী হয় এবং চেহারায় গড়াতে থাকে, তবে সে চিন্তিত হবে। আর যদি পরিমাণের চেয়ে বেশি না হয়, তবে এটা সেীন্দর্য বুঝাবে। সুগন্ধি তেল সুনাম ও দুর্গন্ধ তেল দুর্নাম বুঝায়। কখনও দুর্গন্ধ তেল ব্যভিচারিণী স্ত্রী বুঝায় বা পাপী ও অনাচারী পুরুষ বুঝায়।
কোন অপছন্দনীয় স্থানে কারো মাথায় তেল মালিশ করতে দেখলে, আপনার ঔ তেল মালিশকুত ব্যক্তির চক্রান্ত ও ধর্মীয় কাজে শিথিলতা হতে সতর্ক থাকতে হবে। যদি কেউ স্বপ্নে তার চেহারা তেল মাখানো বা তেলতেলে দেখে , তবে সে সর্বদা রোজা রাখবে। স্বপ্নে কেউ নিজে বা অন্যকে কোন পাত্রে পান করতে বা করিয়ে দিতে দেখে , তবে এটা তার দীর্ঘজীবী হওয়ার লক্ষণ বুঝায়। যয়তুন তেল পান করতে দেখলে, যাদু মন্ত্র বা রোগব্যাধি বুঝায়। রুটি সহ যয়তুন তেল খেতে দেখা দীর্ঘায়ু বুঝায়। যয়তুন তেলের তলানী দেখা, নিকুষ্ট মাল, যাহা অত্যন্ত উপকারী এবং কাজে শিথিলতা বুঝায়।
No comments