স্বপ্নে নখ কাটতে দেখার তাবির বা ব্যাখ্যা | Nok Kata

স্বপ্নে নখ কাটতে দেখার তাবির বা ব্যাখ্যা অনেক রকম হতে পারে। Nok Kata যদি কেউ স্বপ্নে নখ কাটতে দেখে, তাহলে তার রোগ নিরাময় হবে অথবা দায়বদ্ধতা হতে মুক্তি লাভ করবে। যদি অন্য কেউ আপনার নখ কেটে দিচ্ছে দেখেন, তাহলে তার তাবির হলো, সে আপনার আর্থিক উন্নতির জন্য সহায়তা করবে। যদি সে আপনার নখ এমনভাবে কাটে যে, দেখে মনে হয় আপনার মাপের চাইতে বেশি বা অতিরিক্ত কাটেছে বা নখ কাটার পরিমাণটি আপনার পছন্দ হয় নি, তাহলে তার তাবির হলো, সে আপনাকে যে উপকার করবে তা আপনার প্রকৃত পক্ষে উপকার হলে ও আপনার কাছে তা পছন্দ হবে না। স্বপ্নটি আপনি দেখলে, যাকে আপনার নখ কাটতে দেখবেন, তাকে আপনি নিশ্চিন্তে বন্ধু ভাবতে পারেন।

No comments

Powered by Blogger.