স্বপ্নে উচু বিল্ডিং বা ঘর দেখার তাবীর বাংলায় দেখুন
স্বপ্নে উচু বিল্ডিং বা ঘর দেখার তাবীর হলো সম্মান ও ইজ্জত। অর্থাৎ কেউ যদি উচু ইমারত বা রাজ প্রসাদ এর মতো বালাখানা বা গম্বুজ ওয়ালা ঘর ও দেখে তাহলে তা ঔ ঘরের যে স্বপ্নে মালিক হবে, বাস্তবে সে বিশাল ইজ্জত বা পদ পাবে। স্বপ্নে যে এই উচু ও বড় ঘরের মালিক হবে, সে বাস্তবে
এরকম বিল্ডিং না ও পেতে পারে বরং সে উচু ইমারতের মতো সম্মান ও প্রভাব বিস্তার করবে ,যা মানুষের মুখে মুখে উচ্চারিত হবে ।
No comments